হরিশ্চন্দ্রপুর

আগুনে ভস্মীভূত তিনটি ঘর, দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ

 

আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিন ভাইয়ের ঘর। দমকল আসতে দেরি হওয়ায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকোন্দা গ্রামে।

    স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে হটাৎ করে বাবলু দাসের বাড়ি থেকে দাউ দাউ করে জ্বলতে দেখেন এলাকার মানুষজন। আগুন নেভাতে ছুটে আসেন সকলে। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় ততক্ষণে তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। পড়নে কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি তারা। আগুনে পুড়ে ছাই হয়েছে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও দানাশস্য সহ নগদ টাকা ও অলঙ্কার।

    ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, 'আগুন কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছি না। তবে বাবলু দাসের বাড়ির পাশে খড়ের গাদা থেকে প্রথম আগুন ছড়ায়। তবে দমকল কে ফোন করা সত্ত্বেও সঠিক সময়ে দমকল ইঞ্জিন পৌঁছায়নি। তাই আমাদের এতো বড় ক্ষতি হয়ে গেল।